আজ সোমবার রাত ১২:৫২, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

সাভারে পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১১, ২০২৫ , ৯:৩৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

সাভারের আমিন বাজার এলাকার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে আগুনের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাৎক্ষণিভাবে ৭টা ২০ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে যুক্ত হয় আরো ৮ ইউনিট।

তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

এ ঘটনায় ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।