আজ সোমবার রাত ১২:৫২, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

রহস্যময় পোস্টে জাদেজা বললেন, থামুন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১১, ২০২৫ , ৯:৫৮ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : খেলা

গুঞ্জনটা জোরেশোরে উঠেছিল। ছেড়ে যাওয়াদের দলে নাম লেখানোর কথা চাউর হয়েছিল তিনটি নাম নিয়ে— রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। দুজন সরাসরিই বলে দিয়েছেন, এখনই ক্রিকেট ছাড়ছি না। বাকিজন, জাদেজা একদিন আগেই ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে বুঝিয়েছেন, এখনও অনেক হাঁটা বাকি।

উপমহাদেশে খেলোয়াড়দের বয়স ৩০ পেরোলেই ‍অবসরের গুঞ্জন ওঠে। পয়ত্রিশের কোটা ছুঁলে বাতিলের খাতায় পড়ে যায নাম। এই তিনজনই বয়সের কোটায় ৩৫ ছাড়িয়ে সামনে হাঁটছে। গুজবটাও উঠেছে ভালো করে। জাদেজা ক্রিকেট ছাড়বেন, এমন গুঞ্জনে আবার ঘি ঢেলে দিয়েছিলেন কোহলি।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে বোলিং কোটা পূর্ণ করার পর কোহলি দৌঁড়ে এসে জাদেজাকে জড়িয়ে ধরেন। এরপরই দুইয়ে দুইয়ে চার মেলান অনেকে। যার সমষ্ঠি হিসেবে এসেছে অবসরের ‍গুঞ্জন। জাদেজা অবশ্য সব উড়িয়ে দিয়েছেন।

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন জাদেজা। নিজের অবসরের জল্পনায় ইতি টেনেছেন। জাদেজা সেই পোস্টে লেখেন, ‘কোনও অপ্রয়োজনীয় গুজব নয়, ধন্যবাদ।’ তার এই পোস্টের পর ভক্তরা ধরে নিয়েছেন, জাদেজা তার অবসরের বিষয়টি এভাবেই উড়িয়ে দিয়েছেন। এবং এতে আদপে ভক্তরা খুশি। না হয়ে উপায় আছে—যেমন বোলিংয়ে তেমনি ব্যাটিংয়ে এখনও ঝলক ছড়িয়ে যাচ্ছেন জাড্ডু।