আজ রবিবার রাত ১১:০০, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৭ হিজরি

ঈদে নতুন টাকা সরবরাহ বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১১, ২০২৫ , ১০:০১ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাণিজ্য

শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় ঈদের নতুন টাকা সরবরাহ বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। সোমবার (১০ মার্চ) এই সংক্রান্ত এক নির্দেশনা দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলো কে এক চিঠি দেয়া হয়৷ তবে বাজারে থাকা সব নোট সচল থাকবে। আগামী মাস নাগাদ নতুন নকশা সম্বলিত নোট বাজারে ছাড়ার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে ঈদুল-ফিতর উপলক্ষে কোন নতুন নোট বিনিময় না করতে পরামর্শ দিয়ে বলা হয় যে, এরই মধ্যে যে সব ব্যাংকে তা গিয়ে পৌছেছে সেগুলো গচ্ছিত রাখতে হবে। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কোন কর্মকর্তা নতুন নোট পাবেন না বলেও জানানো হয়েছে।