আজ বুধবার রাত ৯:৫৭, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রাতের বেলায় যদি ভোট হয় তাহলে গণপরিষদ নির্বাচনে কি লাভ হবে!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১১, ২০২৫ , ১১:০২ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

শহিদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয় কৃষক দল সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলের এক টক শো-এ মন্তব্য করেন, “আমরা গণপরিষদ নির্বাচনে প্রয়োজন নেই বলে মনে করি। গণপরিষদের মূল কাজ কী? একমাত্র কাজ হলো সংবিধানকে কবর দিয়ে নতুন একটি সংবিধান রচনা করা, আর কিছু নয়।

তিনি প্রশ্ন করেন, “আচ্ছা, ওই সংবিধানের কী অনুশীলন আমরা করেছি? হাসিনার যে সংবিধান, সেখানে তো লেখা ছিল যে ৫ বছর পর পর ভোট হবে, মানুষের মতামতের পরিবর্তন হবে। কিন্তু রাতের বেলায় ভোট হবে, এটি কি সংবিধানে লেখা ছিল? বা ভোটের আগে ভোট হবে, এটি কি সংবিধানে লেখা ছিল? সংবিধানের অনুশীলনটা আপনি কতটুকু করেছেন?”

তিনি আরও বলেন, “যদিও কিছু গনবিরোধী ধারা এই কয়েক বছরে হাসিনা সংবিধানে ঢুকিয়েছেন, তবে তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে। সংবিধান নিয়ে অবশ্যই মতবিরোধ আছে, কিন্তু এই সংবিধান থেকেই তো ৪ ভাগের ৩ ভাগ নিতে হবে। সংবিধান হলো একটি লিখিত পুস্তক, তার নিজের কোনো শক্রি নেই। সংবিধান বাস্তবায়ন করে সরকার, আইন পরিষদ, প্রশাসন, তাই না?”

তিনি শেষমেশ বলেন, “আপনি যদি সংবিধানের জন্য গণপরিষদের নির্বাচন করেন, আর হাসিনার মতো কেউ এসে রাতের বেলায় ভোট করেন, তাহলে সেই সংবিধানের কী লাভ হলো? মূল কথাই হলো অনুশীলন।”

 

রাজনীতি বিভাগের আরো খবর