আজ সোমবার রাত ১২:৫৪, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি
মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) পশ্চিমাঞ্চলে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ মার্চ) রাতে কোয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, মাই-নডোম্ব প্রদেশের নিকটে নৌকাটি ডুবে যায়।
প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতুর বরাতে জানা গেছে, “এখন পর্যন্ত ২৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৩০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রাতে নৌযান চলাচল করা ঝুঁকিপূর্ণ হওয়ায় এটি দুর্ঘটনার একটি বড় কারণ বলে মনে করা হচ্ছে।”
দুর্ঘটনাকবলিত নৌকাটিতে নাগাম্বোমি গ্রামের ফুটবল খেলোয়াড়রা ছিলেন, যারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফেরার পথে ছিলেন। স্থানীয় সময় রাত ১১টার দিকে মুশি বন্দর থেকে যাত্রা শুরু করার পর মাত্র ১২ কিলোমিটার পথ অতিক্রম করতেই নৌকাটি ডুবে যায়।
মুশি পুলিশ স্টেশনও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে, তবে তারা আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
উল্লেখ্য, ডিআর কঙ্গোর নদীগুলোতে প্রায়ই এমন নৌকা দুর্ঘটনা ঘটে। গত বছর ডিসেম্বরেও মাই-নডোম্বের ইনোঙ্গো শহরের কাছে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল, যেখানে বহু মানুষের প্রাণহানি হয়েছিল। নিরাপত্তাহীন নৌপরিবহন ও অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটে বলে বিশেষজ্ঞরা মনে করেন।