আজ শুক্রবার রাত ১০:৪৪, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে জিলকদ, ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন নাশকতা ভাবছে না ফায়ার সার্ভিস

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১১, ২০২৫ , ১:০১ অপরাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

ঢাকার আমিনবাজারে বিদ্যুৎ সঞ্চালনকারী কোম্পানি পাওয়ার গ্রিডের উপকেন্দ্রের আগুনের পেছনে নাশকতার কোনো সন্দেহ করছে না ফায়ার সার্ভিস।

আগুনের উৎস বলতে না পারলেও সংস্থার উপ-পরিচালক ছালেহ উদ্দিন বলছেন, প্রাথমিকভাবে তারা নাশকতার কোনে চিহ্ন পাননি।

“আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতি নিয়ে তদন্ত কমিটি হবে, এখানে টেকনিক্যাল অনেকগুলো বিষয় রয়েছে।”

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে ওই উপকেন্দ্রে আগুনের খবর পেয়ে ছুটে যান ফায়ার সার্ভিস সদস্যরা। তাদের ৯টি ইউনিটের চেষ্টায় বেলা সোয়া ৯টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

এর আগে সকাল সাড়ে ৮টায় উপকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বলেছিলেন, “আমাদের একটা ট্রান্সফরমারে আগুন লেগেছে, একটু সমস্যা হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছি।”

আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস কর্মকর্তা ছালেহ উদ্দিন বলেন, “একটি ট্রান্সফরমারেই আগুন লেগেছিল; আগুনে সেটি পুড়ে গেছে।

“ট্রান্সফরমারের ভেতরে অনেক তেল থাকে, সেই তেলের কারণে প্রাথমিকভাবে আগুনটাকে অনেক বেশি মনে হয়েছিল। তবে ফায়ার সার্ভিস পানি ও ফোমসহ তেলের আগুন নেভানোর কৌশল প্রয়োগ করে আগুনটা নিয়ন্ত্রণে আনে।”

তিনি বলেন, “প্রথমেই আগুন লাগা ট্রান্সফরমারটাকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়; যার কারণে আর অন্য কোনো ট্রান্সফরমারে আগুন লাগেনি।”

আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহেও তেমন ব্যাঘাত ঘটেনি জানিয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক ছালেহ বলেন, “ এই বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষ আমাদের বলেছে, তাদের ব্যাকআপ ট্রান্সফর্মার রয়েছে, যেগুলো দিয়ে তারা বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছেন।”