আজ বৃহস্পতিবার সকাল ১০:৪৬, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

এবার দেশের বাজারে আধুনিক প্রযুক্তির সাশ্রয়ী মূল্যের ইলেকট্রিক বাইক

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১২, ২০২৫ , ১১:৪৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : কর্পোরেট

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুটি ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো’। নতুন মডেল ‘এ১০’ ও ‘এ১২’ দৃষ্টিনন্দন ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং অসাধারণ পারফরম্যান্স নিয়ে এসেছে। ‘এ১০’ মডেলটি মূলত তরুণদের জন্য আদর্শ, যা গ্রাফিন ব্যাটারির সাহায্যে একবার চার্জে ৬৫-৭৫ কিমি. চলতে পারে এবং সর্বোচ্চ গতি ৩৫ কিমি./ঘণ্টা।

অন্যদিকে, পেশাদার ও করপোরেট ব্যবহারকারীদের জন্য উপযুক্ত ‘এ১২’ মডেলটি ১০০০w মোটর এবং 60V/26Ah ব্যাটারিসহ এক চার্জে ৭৫-৮৫ কিমি. চলতে সক্ষম, যার সর্বোচ্চ গতি ৪৭ কিমি./ঘণ্টা। রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নেইল জানান, ‘আমরা আরও টেকসই ও সাশ্রয়ী ইলেকট্রিক যানবাহন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

সাশ্রয়ী মূল্যের এ বাইকগুলোর দাম যথাক্রমে ৭৯,৯০০ টাকা (এ১০) এবং ৯৯,৯০০ টাকা (এ১২)। রিভো গ্রাহকদের সুবিধার জন্য ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস ও ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছে।