আজ শনিবার রাত ৪:১৩, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি
ঘরের মাঠে প্রথম লেগে দারুণ ফুটবল খেলেও হারতে হয়েছিল পিএসজিকে। অ্যানফিল্ডেই ছিল শেষ ষোলোর ফায়সালা। সেখানেও দারুণ খেলা উপহার দিয়েছে লুইস এনরিকের শিষ্যরা। দ্বিতীয় লেগের ম্যাচের শুরুতেই উসমান দেম্বেলের গোলে লিড নেয় পিএসজি।
সেই গোলের সুবাদে দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয় ১-১। এরপর দুই দলই চেষ্টা করেছে গেছে ম্যাচের বাকিটা সময়। ৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত আধা ঘণ্টার খেলাও শেষ হয় সমতায়। লড়াই গড়ায় টাইব্রেকারে।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে টাইব্রেকারে ৪-১ গোলে জিতেছে লুইস এনরিকের শিষ্যরা। এ জয়ে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফরাসি চ্যাম্পিয়নরা। অন্যদিকে শেষ ষোলোতেই বিদায় ঘণ্টা বেজে গেল অলরেডদের।
অ্যানফিল্ডে দ্বিতীয় লেগে ম্যাচের শুরু থেকেই আত্নবিশ্বাসী ছিল পিএসজি। ১২তম মিনিটে স্বাগতিক রক্ষণের ছোট এক ভুলের সুযোগে পিএসজিকে গোল এনে দেন উসমান দেম্বেলে। দুই লেগ মিলিয়ে সমতা টেনে আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে পিএসজি। এর পর একের পর এক চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। কিন্তু গোল পায়নি কেউই।
৯০ মিনিট পার হয়ে অতিরিক্ত আধা ঘণ্টার খেলাও সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নায়ক দোন্নারুম্মা। টাইব্রেকারে পিএসজির হয়ে শট নিয়েছেন ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ে। কারও শটই আটকাতে পারেননি লিভারপুল গোলকিপার আলিসন। বিপরীতে দোন্নারুম্মা দারউইন নুনেজ ও কার্টিস জোনসের যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় শট আটকে দিলে লিভারপুলের চতুর্থ শট আর নেওয়ার দরকার হয়নি।
এ নিয়ে চ্যাম্পিয়নস লিগ নকআউটে সর্বশেষ ৬ ম্যাচের ৩টিতেই প্রথম লেগে হেরেও দ্বিতীয় লেগে জিতে পরের ধাপে উঠল পিএসজি। আর প্রথম লেগ জিতেও ঘরের মাঠে দ্বিতীয় লেগ হেরে ইউরোপীয় প্রতিযোগিতা থেকে এই প্রথম বিদায় নিল লিভারপুল।
১
গত রাতে পিএসজির সঙ্গে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আরো তিন দল। বায়ার্ন মিউনিখ ২-০ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৫-০) লেভারকুসেনকে, ইন্টার মিলান ২-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৪-১) ফেইনুর্ডকে এবং বার্সেলোনা ৩-১ ব্যবধানে (দুই লেগ মিলিয়ে ৪-১) ব্যবধানে বেনফিকাকে হারিয়ে শেষ আটে জায়গা পাকা করেছে।