আজ বুধবার সন্ধ্যা ৬:৪৮, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শাহবাগে আন্দোলনরত ইনকিলাব মঞ্চের দাবির সাথে একমত পোষণ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন পুলিশকে আক্রমণ করলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো ভেঙে পড়বে। এর আগে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকি আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার এবং তিন মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তিসহ পাঁচ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে শান্তিপূর্ণ এ আন্দোলন চলবে বলেও জানানো হয়।
রাতে ঝটিকা মিছিল করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি শাহবাগ থেকে টিএসসি ও নীলক্ষেত মোড় হয়ে আবার শাহবাগে ফিরে। সেখানে তারা রাতভর অবস্থান নেয়।
নুর বলেন, “এই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি, করব। প্রয়োজনে রাজপথ থেকে চাপ তৈরি করে তাদেরকে জনগণের দাবি আদায়ে রেসপন্স করতে বাধ্য করব। কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকার আমাদের রক্তের মধ্যে দিয়ে, রক্তের উপর দিয়ে তৈরি হয়েছে।”