আজ মঙ্গলবার রাত ৪:৩৪, ২৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা সফর, ১৪৪৭ হিজরি

সরকারের পতন হওয়ার পরে অনেকেই আমরা রাজা সেজে গেছি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৩, ২০২৫ , ১২:৩৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) কেন্দ্রীয় নেতা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, শুধুমাত্র প্রশ্নপত্র পাঠিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ এগিয়ে নেওয়া সম্ভব নয়। বরং নির্বাচন ব্যবস্থা সংস্কার করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত।

ড. রেদোয়ান বলেন, “নির্বাচন ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দিয়ে দেন। যেসব বিষয় সংস্কারের জন্য কমিশনের রিপোর্ট পাঠানো হয়েছে, তা কেবল প্রশ্নপত্র আকারে থাকলে হবে না। কারণ, সব রাজনৈতিক দল একমত হবে এমন বিষয়গুলো খুবই কম। মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে ঐক্যমত তৈরি করা কঠিন।”

তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার হিমশিম খাচ্ছে। হোম অ্যাডভাইজার পর্যন্ত রাত তিনটায় প্রেস কনফারেন্স ডাকেন, তবুও পরিস্থিতি ঠিক করতে পারছেন না। সরকারের পতনের পর অনেকে নিজেদের রাজা মনে করছে, কিন্তু এইভাবে রাজা সেজে থাকা ঠিক নয়।”

তিনি মনে করেন, অতীতের আন্দোলন ও সংগ্রামের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দ্রুত নির্বাচন ব্যবস্থা সংস্কার করা এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা এখন সময়ের দাবি।

রাজনীতি বিভাগের আরো খবর