আজ বুধবার সন্ধ্যা ৬:৪৪, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যিনি আলোকিত করার কথা, সেই ইউনূস সাহেবই আজ অন্ধকার: অ্যাডভোকেট ফজলুর রহমান

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৩, ২০২৫ , ১২:৫৬ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান যুক্তরাষ্ট্রপ্রবাসী বিশ্লেষক আলী রীয়াজের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, “আলী রীয়াজ এদেশের কেউ নন। তিনি আমেরিকায় থাকেন, তবে আমাদের সুসন্তান। তার জ্ঞান-বুদ্ধি থাকলেও তিনি আইন বিশেষজ্ঞ নন।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে অসংখ্য আইন বিশেষজ্ঞ রয়েছেন, যারা সংবিধানের ১ থেকে ১৫৩ নম্বর অনুচ্ছেদ নতুনভাবে তৈরির ক্ষমতা রাখেন। অথচ আলী রীয়াজ যেভাবে কথা বলছেন, তাতে মনে হচ্ছে তিনি বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন।”

ফজলুর রহমান বর্তমান কমিশনের ওপর মানুষের আস্থা নিয়েও প্রশ্ন তুলে বলেন, “এই পাঁচজন যদি নির্বাচনে দাঁড়ান, তাহলে ৫০০০ ভোটও পাবেন না। তারা জনগণের প্রতিনিধি নন।”

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা একসময় মনে করতাম, ইউনূস সাহেব সূর্যের মতো সবাইকে আলোকিত করবেন। কিন্তু এখন সূর্যই অন্ধকার হয়ে গেছে।”

তিনি আরও দাবি করেন, “নতুন তত্ত্বাবধায়ক সরকারের আইন ইতোমধ্যেই হয়ে গেছে। সেই সরকার ১২০ দিনের মধ্যে নির্বাচন দেবে।”

রাজনীতি বিভাগের আরো খবর