আজ বুধবার সন্ধ্যা ৬:৪৪, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভারত কেন উৎকণ্ঠায়, কারণ জানালেন আমান আজমী

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৫, ২০২৫ , ৯:২২ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, শকুনদের কেন এত গা জ্বালা, কেন এত উৎকন্ঠা জানেন? মূল ৪টি কারণ দেখুন।

১. গত ৭ মাসে আমাদের কোন রুগী ওদের দেশে না যাওয়ার ফলে ওদের আয়ের এক বিরাট অংক থেকে তারা বঞ্চিত।

২. কোলকাতার ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে হোটেল ব্যবসা, লাটে উঠেছে।

৩. করদ রাজ্য করার স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে গেছে।

৪. কোন রকম বল প্রয়োগ ছাড়াই দেশের ছাত্র-জনতা তাদের “পোষা প্রাণী”টাকে ঝাটা দিয়ে দূর করায় সারা দুনিয়ায় তাদের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজনীতি বিভাগের আরো খবর