আজ শুক্রবার রাত ১২:০৮, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সালমান শাহ শেষ ছবিতে কতো পারিশ্রমিক নিয়েছিলেন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৫, ২০২৫ , ১২:৩১ অপরাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

বাংলা সিনেমার সবচেয়ে জনপ্রিয় ‘ক্ষণজন্মা’ নায়ক সালমান শাহ। তাকে বাংলা সিনেমার রাজপুত্রও বলা হয়। আজও ভক্তরা কাঁদে সালমান শাহ’র জন্যে। কারণ সালমান ছিলো ভক্তদের স্বপ্নের নায়ক। তার স্টাইলিশ আর সাবলিল অভিনয়ের জন্য আজও লাখো ভক্তদের হৃদয়ে জায়গা করে রয়েছেন এই নায়ক।

অসংখ্য হিট ছবির নায়ক ছিলেন সালমান। নব্বই দশকে মাত্র চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে যান সালমান শাহ। সালমান অভিনীত সর্বশেষ সিনেমা ‘বুকের ভেতর আগুন’। এই সিনেমার পরিচালক-প্রযোজক ছটকু আহমেদ জানিয়েছেন, সালমান শাহ সেই সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া নায়ক ছিলেন। এ সিনেমার জন্য ২ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।

তবে এ সিনেমার কাজ পুরোপুরি শেষ করতে পারেননি সালমান। গল্পের কিছুটা পরিবর্তন এনে তাঁর স্থলাভিষিক্ত করা হয় ফেরদৌস আহমেদকে। সালমানের মৃত্যুর এক বছর পর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এই সিনেমা দিয়েই শেষ হয় সালমানের সেলুলয়েড সফর।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী ছেড়ে চলে যান এই জনপ্রিয় নায়ক। যে ছবিগুলো সালমান শেষ করে যেতে পারেননি, যেমন ‘বুকের ভিতর আগুন’, ‘প্রেম পিয়াসী’, সেগুলো নির্মাতারা শেষ করেছেন অন্য অভিনেতা ও ডামিশিল্পীদের সহায়তায়। কিন্তু কিছু দৃশ্যে ছায়া চরিত্র থাকলেও দর্শকেরা সেখানেও সালমানকেই খুঁজে পেয়েছিলেন।