আজ বৃহস্পতিবার রাত ১১:৫১, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

হঠাৎ হাসপাতালে এ আর রহমান

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৬, ২০২৫ , ১:১৯ অপরাহ্ণ
ক্যাটাগরি : বিনোদন

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রহমানকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে শিল্পীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

খবরে বলা হয়, এ আর রহমানকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে এবং ডাক্তাররা ইকোকার্ডিওগ্রাম এবং ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করেছেন।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, এ আর রহমানকে ডিহাইড্রেশনের কারণে চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন যে, তিনি সম্প্রতি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করার পর চিকিৎসা নিতে আসেন।

প্রতিবেদনে বলা হয়, ‘তিনি লন্ডন থেকে ফিরে এসে অসুস্থ বোধ করছিলেন। তাই তিনি গত রাতে (শনিবার) চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তারদের মতে, এটি ডিহাইড্রেশনের কারণে হয়েছিলো, কারণ তিনি রমজানের রোজা রেখেছিলেন।’

এ আর রহমানের পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে ডাক্তাররা আশ্বস্ত করেছেন যে, তিনি এখন আগের চেয়ে ভালো আছেন এবং বিপদমুক্ত।