আজ রবিবার রাত ১০:৫৮, ১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রজব, ১৪৪৭ হিজরি
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে বোনাসের দাবিতে সাইনেস্ট গ্রুপের হাজার হাজার গার্মেন্টসকর্মী আন্দোলন করছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে তারা রাস্তা নামে। দাবি আদায় না হওয়া পযর্ন্ত রাস্তা না ছাড়ার ঘোষণা শ্রমিকদের।
গার্মেন্টস শ্রমিকরা জানান, সাইনেস্ট গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে এবার ঈদে কোনো বোনসা দেওয়া হবে না। আমরা জানিয়েছি- অন্তত অর্ধ বোনাস দিন কিন্ত কর্তৃপক্ষ কোনো বোনাস দেবে না বলা জানিয়েছে। তাই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাব।