আজ সোমবার সকাল ৬:৫০, ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আরাভ খানসহ ৮ জনের রায় ফের পেছাল

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ১৮, ২০২৫ , ৪:৪৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : আদালত

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলায় দুবাইয়ের আলোচিত সোনা ব্যবসায়ী আরাভ খানসহ আটজনের রায় ফের পিছিয়ে আগামী ৯ এপ্রিল ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে এ মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণার জন্য নতুন দিন ধার্য করেন বিচারক।

এর আগে গত ৫ মার্চ মামলাটির রায়ের জন্য ধার্য ছিল। তবে সেদিনও রায় প্রস্তুত না হওয়ায় আজ মঙ্গলবার রায়ের দিন ধার্য করা হয়েছিল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জহুরুল ফয়েজ এ তথ্য জানান।

মামলার অন্য আসামিরা হলেন- আরাভ খানের স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া, ইমরানের বন্ধু রহমত উল্লাহ (৩৫), স্বপন সরকার (৩৯), দিদার পাঠান (২১), মিজান শেখ (২১), আতিক হাসান (২১) ও সারোয়ার হোসেন (২৩)।

গত ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ দিন ঠিক করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৯ জুলাই গাজীপুরের জঙ্গল থেকে মামুন ইমরান খানের লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনায় মামুনের ভাই জাহাঙ্গীর আলম খান বাদী হয়ে রাজধানীর বনানী থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান ২০১৯ সালের ৮ এপ্রিল আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন। ২০২১ সালের ২৫ নভেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলাটিতে ৩৮ জন সাক্ষীর মধ্যে আদালতে ২৬ জন সাক্ষ্য দেন।