আজ সোমবার সকাল ৮:৫০, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা শুরু করতে জামায়াতে ইসলামী তাদের মতামত জমা দিয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১০টা নাগাদ জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দলটির মতামত জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজের কাছে জমা দেন। এই সময় তার সঙ্গে অন্যান্য দলীয় নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করতে যাচ্ছে। আজ থেকেই আলোচনা শুরু হচ্ছে, এবং প্রথম দিন আলোচনার জন্য লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে (এলডিপি) আমন্ত্রণ জানানো হয়েছে। বিকেল ৩টায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। কমিশন জানায়, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৬টি কমিশন কর্তৃক দেওয়া প্রতিবেদন নিয়ে আলোচনা করা হবে।
এতে রাজনৈতিক দলগুলোর মতামত জানানো, এবং তাদের নিয়ে একটি সর্বসম্মত সংস্কার পরিকল্পনা তৈরির উদ্দেশ্যে কাজ করা হবে।