আজ সোমবার সকাল ৮:৫৫, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে সফর, ১৪৪৭ হিজরি

ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদের স্থান হবে না: নাহিদ ইসলাম

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২০, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ মুজিববাদ এবং আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিদায় করেছে। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি ও নির্বাচনে মুজিববাদের স্থান হবে না।

বুধবার (১৯ মার্চ) রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিএনপির আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে একটি বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচারের আগে সেই প্রশ্নটি ওঠে না। আমরা আমাদের দলের পক্ষ থেকে আহ্বান জানাবো যে, এ বিষয়ে যেন আমরা রাজনৈতিক ঐকমত্যে আসতে পারি।’

তিনি আরও বলেন, ‘এখনও ফ্যাসিবাদী শক্তি ও তার সহযোগীরা সমাজের নানা জায়গায় রয়ে গেছে। ফ্যাসিবাদী এই ব্যবস্থা বদলাতে হবে। আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে কমিটমেন্ট প্রয়োজন। আমরা মনে করি, এখন যে পরিবেশ রয়েছে, আমাদের মধ্যে রাজনৈতিক ঐক্য অটুট রাখতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের প্রত্যাশা, সামনে স্বাধীন ও বৈষম্যহীন বাংলাদেশ হবে। সেজন্য জাতীয় ঐক্য ধরে রেখে এগোতে হবে।’

তিনি উল্লেখ করেন, ‘জাতীয় নাগরিক পার্টি একটি নতুন রাজনৈতিক দল। গণঅভ্যুত্থান থেকে উঠে আসা তরুণরা এ দল পরিচালনা করছে। আমরা মনে করি, ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ের স্পিরিট আমরা ধারণ করবো।’

 

রাজনীতি বিভাগের আরো খবর