আজ বুধবার সন্ধ্যা ৭:৩৪, ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সরকার নির্বাচন দিতে দেরি করলে জটিলতা তৈরি হবে: মজিবুর রহমান মঞ্জু

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২১, ২০২৫ , ১১:০০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

সরকার যত নির্বাচনকে দীর্ঘায়িত করবে, তত সংকট সৃষ্টি হবে বলে দাবি করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি বলেন, নির্বাচনকে দীর্ঘায়িত করার ফলে সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। ইতোমধ্যেই সরকারি নীতি ও নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এভাবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের সঙ্গে বিভিন্ন পক্ষের দূরত্ব বাড়বে।”

তিনি আরও বলেন, “বড় বড় রাজনৈতিক সংকটের সমাধান পর্দার অন্তরালে হয়। ওয়ান-ইলেভেনের সময় শেখ হাসিনার সঙ্গে সেই সরকারের কুশীলবদের একটি গোপন সমঝোতা হয়েছিল, যা প্রকাশ্যে আসেনি।”

মজিবুর রহমান মঞ্জু দাবি করেন, “তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শেখ হাসিনার চুক্তির মূল বিষয় ছিল তাদের ভুল ও অন্যায়গুলো নিয়ে কোনো প্রশ্ন না তোলা এবং তাদের নিরাপদ প্রস্থান নিশ্চিত করা। এর বিনিময়ে, শেখ হাসিনা তাদের প্রতি অনুকূল আচরণ করেছেন।”

২০০৮ সালের জাতীয় নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “সে সময় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা ছিল। তবে প্রশাসনিক ব্যবস্থার একটি ‘ধূসর এলাকা’ ছিল, যা দলটির পক্ষে কাজ করেছিল।”

রাজনীতি বিভাগের আরো খবর