আজ শনিবার রাত ১:০১, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আ.লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে ইশরাকের কঠোর বার্তা

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২২, ২০২৫ , ১২:২৩ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে মন্তব্য করেছেন। তিনি ২১ মার্চ নিজের ফেসবুক অ্যাকাউন্টে আলাদা আলাদা স্ট্যাটাসে আওয়ামী লীগকে গণহত্যাকারী এবং ফ্যাসিস্ট আখ্যা দিয়েছেন।

ইশরাক হোসেন তার স্ট্যাটাসে বলেন, “আওয়ামী লীগের বিচার, শাস্তি ও নিষিদ্ধকরণ করতেই হবে। শহিদদের রক্তের সঙ্গে বেঈমানি বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না।” তিনি দাবি করেন, দলটি জনগণের রক্তের সাথে বেঈমানি করেছে এবং এর শাস্তি প্রাপ্ত হওয়া উচিত।

এদিকে, তিনি আরও জানান, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়। “এটি একটি জলজ্যান্ত গণহত্যাকারী ফ্যাসিবাদী সংগঠন,” যোগ করেন তিনি। তিনি জোট সরকারের সহযোগী হিসেবে জাতীয় পার্টিকে (হু মো এরশাদ / জি এম কাদের) আক্রমণ করে বলেন, আওয়ামী লীগের বিচারের সাথে সাথে জাতীয় পার্টিও শাস্তি পাওয়া উচিত।

বিএনপির এই তরুণ নেতা বলেছেন, আওয়ামী লীগের রাজনীতি আজ জনগণের কাছে পুরোপুরি প্রমাণিত হয়েছে এবং তারা রাজনৈতিকভাবে দুর্বল। তিনি সতর্ক করেছেন যে, জনগণ তাদের সন্ত্রাসী আচরণ আর মেনে নেবে না।

 

রাজনীতি বিভাগের আরো খবর