আজ শনিবার রাত ১২:৩৩, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

জামায়াতকে খুবই কনফিউজড মনে হচ্ছে: ডা. জাহেদ

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৩, ২০২৫ , ১১:৪২ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

নির্বাচনের আগে জামায়াতের মনোভাব বুঝতে পারছি না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদুর রহমান।

বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি বলেন, জামায়াত এত বেশি ফ্ল্যাকচুয়েটিং মন্তব্য করছেন আমি সেই কারণে বলছি। নির্বাচন নিয়ে একটা সময় কোন টাইম ফ্রেম নিয়ে কথা বলতে চান নাই, যত সময় লাগুক। পরে আবার এক ধরনের টাইম ফ্রেম দেয়ার চেষ্টা করেছে।

ডা. জাহেদ আরো বলেন, জামায়াতের আমির নিজে বলেছেন আওয়ামী লীগের উপর তাদের রাগ-ক্ষোভ নেই৷ ক্ষমা করে দিচ্ছেন দলগতভাবে, কেউ ব্যক্তিগত ভাবে করলে সেটা ভিন্ন ব্যাপার। আওয়ামী লীগকে বারাবার ফ্যাসিস্ট বললে আমাদের খারাপ লাগে।

আবার তিনিই এখন নানান আলোচনার প্রেক্ষিতে আওয়ামী লীগের বিচারের কথা বলছেন। ডা. জাহেদ বলেন, জামায়াতকে ৫ই আগস্টের পর থেকে আমার খুবই কনফিউজড একটা দল মনে হয়। আমার ধারণা, অনলাইনে জামায়াতের প্রচুর হাইপ আছে, অনেক শোরগোল আছে, তাতে কারো কারো মনে হয় জামায়াত মনে হয় অনেক বড় শক্তি অর্জন করে ফেলেছে।

রাজনীতি বিভাগের আরো খবর