আজ শুক্রবার রাত ১১:১৩, ২৫শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে মহর্রম, ১৪৪৭ হিজরি
গোসলের জন্য সবাই সাবান ব্যবহার করে থাকি, কিন্তু একবার ভেবে দেখুন— যদি সাবান দিয়ে গোসল না করেন তাহলে কী হবে? একদিন সাবান দিয়ে গোসল না করলে কেমন লাগে? আর যদি চিরতরে সাবান দিয়ে গোসল করা বন্ধ করে দেন, তাহলে বা কেমন লাগবে? যদিও এই প্রশ্নটি অদ্ভুত— তবু অন্তত একবার হলেও সবার মনে এটি অবশ্যই এসেছে।
গোসলের সময় সাবান ব্যবহার না করলে কিছুই হবে না? সাবান ছাড়া গোসল শুরু করলে ত্বকের আর্দ্রতা অক্ষুণ্ণ থাকবে। কারণ সাবান ত্বক থেকে প্রাকৃতিক তেল দূর করতে বা কমাতে কাজ করে। এমন পরিস্থিতিতে যদি আপনি সাবান থেকে দূরত্ব বজায় রাখেন, তাহলে আপনার ত্বকের আর্দ্রতা অক্ষুণ্ণ থাকবে।
আপনি যদি সাবান থেকে দূরে থাকেন, তা হলে আপনার ত্বকও রাসায়নিক থেকে দূরে থাকবে। কারণ বেশিরভাগ সাবানেই রাসায়নিক থাকে, যা আপনার ত্বকের ক্ষতি করতে পারে। অতএব সাবান ছাড়া গোসল করলে ত্বকের ক্ষতির ঝুঁকি কমে যাবে।