আজ বুধবার রাত ২:০৩, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ মার্চ বেলা ১১টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং ২৬ মার্চ ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলের কার্যালয়সমূহে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে আটটায় সাভার জাতীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন, সেখান থেকে ফিরে শেরেবাংলানগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পন ও মাজার প্রাঙ্গনে মিলাদ মাহফিল।
এছাড়া সারাদেশে মহানগর, জেলা, উপজেলা, পৌরসহ সকল ইউনিট মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির আয়োজন করবে বলে বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন গুলোও নিজ উদ্যোগে কর্মসূচি করবে। দলের সর্বস্তরের নেতাকর্মীদের স্বাধীনতা দিবসের কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।