আজ রবিবার বিকাল ৪:৫৮, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

মাঠে নামার আগে তামিমের জন্য দোয়া ক্রিকেটারদের

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৫, ২০২৫ , ১২:১৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : খেলা

তামিম ইকবালের সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মঙ্গলবার তিন ভেন্যুতে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। সকালে ম্যাচ শুরুর আগে ক্রিকেটার, কর্মকর্তা ও কোচিং স্টাফরা একসঙ্গে তামিমের আরোগ্য কামনা করেন। বিকেএসপির তিন ও চার নম্বর মাঠে দেখা যায় এই দৃশ্য।

পরে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের আগেও এই দোয়া অনুষ্ঠিত হয়। এরপর ব্রাদার্স ইউনিয়ন- পারটেক্স স্পোর্টিং ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ-রূপগঞ্জ টাইগার্স এবং গাজী গ্রুপ-গুলশান ক্রিকেট ক্লাবের ম্যাচ শুরু হয়।

এর আগে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে।

সর্বশেষ জানা যায়, কিছুটা উন্নতির দিকে তামিম ইকবালের শারীরিক পরিস্থিতি। এরই মধ্যে জ্ঞান ফিরেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পরিবারের সদস্যদের ডাকে সাড়াও দিয়েছেন। তবে এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। আরও ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখছেন কর্তব্যরত চিকিৎসকরা।