আজ বুধবার রাত ১:৫৭, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঢাকায় আনা হবে তামিমকে

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : মার্চ ২৫, ২০২৫ , ১:০০ অপরাহ্ণ
ক্যাটাগরি : খেলা

শঙ্কা আপাতত কেটে গেছে। বড় ধরণের হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। দীর্ঘ চেষ্টার পর অবস্থার উন্নতি হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের হার্টে ব্লক ধরা পড়েছে, বসানো হয়েছে রিং। তবে স্বস্তির খবর, তামিম কথা বলছেন। আজ কিছুটা সময় হাঁটাচলাও করছেন।

সোমবার ডিপিএলের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে ঢাকায় আনা সম্ভব হয়নি। বিকেএসপির পাশেই সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারকা এই ব্যাটার। জানা গেছে, আজ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হবে তাকে।

কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের কার্ডিয়াক কেয়ার ইউনিটের (সিসিইউ) দায়িত্বরত চিকিৎসক মনিরুজ্জামান মারুফ বলেছেন, ‘তামিম এখন ভালো আছেন। অল্প অল্প হাঁটাচলা করছেন, হাসিখুশি আছেন। অল্প কিছুক্ষণের জন্য তাকে কেবিনে দেওয়া হয়েছিল। পরিবারের সঙ্গে দেখা করে আবার সিসিইউতে নেওয়া হয়েছে।’

তবে এখনও তিনি ৪৮ ঘণ্টার পর্যবেক্ষনে আছেন। আজ দুপুরে তামিমের কিছু পরীক্ষা করানো হবে। সব ঠিক থাকলে আনা হবে ঢাকায়। এরআগে, তামিমের সুস্থতা কামনা করে ঢাকা প্রিমিয়ার লিগের তিনটি ম্যাচ শুরুর আগেই পড়ানো হয়েছে বিশেষ দোয়া।

গতকাল সকালেই অসুস্থবোধ করছিলেন তামিম। ডিপিএলে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচের মাঝেই খেয়ে নেন গ্যাস্ট্রিকের ওষুধ। পরে হাসপাতালেও যান। এরপর আবারও অস্বস্তিতে ভোগেন। পরে জানা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। হার্টে পরানো হয় রিং। চিকিৎসক জানিয়েছেন, এখনো আশঙ্কামুক্ত হননি তামিম। তবে অবস্থার বেশ উন্নতি হয়েছে।