আজ সোমবার রাত ২:২৩, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
বারান্দায় বসে বই পড়তে পড়তে গৃহকর্তা উঠে পাশের ঘরে ঢুকেছিলেন। বুঝতেই পারেননি ঠিক পেছন পেছন ঘরে ঢুকেছে এক দুর্বৃত্ত! পানি নিতে যখন তিনি ফ্রিজের কাছাকাছি, ঘাড় ঘোরাতেই চোখ কপালে! এ কে! কীভাবে ঢুকল, কোন মতলবে! ভয়ে বাড়ির মালিক চিৎকার করে উঠতেই ঝাঁপিয়ে পড়ে সেই দুর্বৃত্ত। ধস্তাধস্তির মধ্যেই শেষমেশ দুর্বৃত্ত উধাও। এ পর্যন্ত পড়েই পাঠক নিশ্চয়ই সম্প্রতি বলিউড অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হওয়া হামলার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন। সাইফের বাড়িতে হওয়া হামলার অনুকরণে গল্প সাজিয়ে নিজের ছবির প্রচারে নামলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তা নিয়েই নিন্দার ঝড়। প্রবল সমালোচনার মুখে ঋত্বিক চক্রবর্তী। খবর সংবাদ প্রতিদিনের
গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন ঋত্বিক স্বয়ং। যাঁর সঙ্গে সাইফের ওপর হামলার মিল পেয়েছেন নেটিজেনরা। শুধু তা–ই নয়, সাইফের বাড়ি থেকে পালানোর সময় যেমন দুষ্কৃতকারীর মুখ ধরা পড়েছিল সিসিটিভি ক্যামেরায়, একইভাবে ঋত্বিকের ভিডিওর দুষ্কৃতকারীর মুখও সিসিটিভিতে ধরা পড়েছে।
তফাত একটাই, ক্যামেরার সামনে চিরকুট মেলে ধরে সেই দুষ্কৃতকারীই জানাচ্ছে, ‘এটুকুই জানাতে এসেছিলাম।’ তলায় লেখা ছবির নাম ও মুক্তির তারিখ।
নিজেদের ছবির প্রচারে অভিনব কৌশল ব্যবহারের রেওয়াজ বহুদিনই চালু বলিউডে। আমির খানকেও নিজের ছবির প্রচারে ছদ্মবেশে গোটা দেশ চষে ফেলতে দেখা গিয়েছে। সেই প্রচার কৌশলেই অঙ্গ হিসেবে আমিরকে এমনকি হানা দিতে দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বাড়িতেও। কিন্তু ঋত্বিকের এই কৌশল ভালোভাবে নেননি নেটিজেনরাও।
একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন মন্তব্যের ঘরে। বলিউডের এক তারকার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা নিয়ে এমন প্রচার আখেরে টালিউডেরই মর্যাদাহানি করেছে বলেও সরব অনেকেই। তবে এ ঘটনা নিয়ে ঋত্বিকের মন্তব্য পাওয়া যায়নি।