আজ বুধবার সকাল ১১:৪৭, ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আওয়ামী লীগ এখন মরা লাশ, তাকে নিয়ে টানাটানি করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
শনিবার বিকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া সদর ঈদগাহ মাঠে গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দাঙ্গা-হাঙ্গামামুক্ত, দখল ও চাঁদাবাজমুক্ত স্বপ্নের বাংলাদেশ গঠনে গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারি খুনি হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটিয়েছে। তিনি এখন ভারতে বসে দেশবিরোধী নানা ষড়যন্ত্র করছেন। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্র-জনতাকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
পাকুন্দিয়া উপজেলা গণপরিষদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান, সহ-সভাপতি শফিকুল ইসলাম সফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক আবু হানিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রমুখ বক্তব্য রাখেন।