আজ শনিবার সকাল ১১:১০, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগকে ভ্যাকসিন দেওয়ার পরামর্শ!

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২৫ , ৮:৪৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের নামে জনসাধারণকে বিভ্রান্ত করছে। কাজের নামে ‘কিংস পার্টি’ গঠন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শতাধিক পণ্যের ওপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, “এগুলো কখনো রাষ্ট্র সংস্কার হতে পারে না।”

শনিবার (৯ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে এক জনসভায় বক্তব্য প্রদানকালে রাশেদ খান আরও বলেন, “এই কিশোরগঞ্জে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে অত্যাচার-নির্যাতন চালিয়েছে, তাদের কয়জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে? সচিবালয় ও পুলিশ প্রশাসনে এখনো আওয়ামী লীগ সমর্থিত কর্মকর্তারা রয়েছেন।”

তিনি বলেন, বিপ্লবী ছাত্র-জনতা যদি নতুন রাজনৈতিক দল গঠন করতে চায়, তাহলে গণঅধিকার পরিষদ তা স্বাগত জানাবে। তবে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “রাষ্ট্র সংস্কারের নামে ভাওতাবাজি আমরা মেনে নেব না।”

গাজীপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে রাশেদ খান অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর বাসভবনে আটকে রেখে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাকে আক্রমণ করা হয়েছে। তিনি দাবি করেন, “আওয়ামী সন্ত্রাসীরা তাদের রক্তাক্ত করেছে।”

সরকারের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে রাশেদ খান বলেন, “আপনারা যদি আওয়ামী লীগকে ঠিকঠাক মতো ‘ভ্যাকসিন’ না দেন, তাহলে কেউই রক্ষা পাবেন না।” তিনি আরও বলেন, “আগামী সাত দিনের মধ্যে গণহত্যার বিচারের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করতে হবে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সরকারের নীতি ও কার্যক্রম নিয়ে কঠোর সমালোচনা করছে।

 

রাজনীতি বিভাগের আরো খবর