আজ রবিবার সকাল ১০:২৯, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুঁজিবাজার উন্নয়নে ১০ সদস্যের কমিটি গঠন

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ৯, ২০২৫ , ৯:১৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : বাণিজ্য

বাংলাদেশের পুঁজিবাজারের টেকসই উন্নয়নের জন্য ১০ সদস্যের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রধান করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারককে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্য করা হয়েছে- জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রতিনিধি (ন্যূনতম কমিশনার), বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), বীমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের প্রতিনিধি (ন্যূনতম নির্বাহী পরিচালক), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব (পুঁজিবাজার)-কে সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, এই কমিটি খুব শিগগিরই পুঁজিবাজার উন্নয়নে পরামর্শ জন্য একটি বৈঠক করবে।