আজ রবিবার সকাল ১০:২৬, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সাভারে এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।Xরবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিতে সাভারের কর্ণপাড়া এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে।
শিল্প পুলিশ জানায়, দুপুরে এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানার এ জি এম কমপ্লায়েন্স মনিরুল ইসলাম বলেন, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।