আজ রবিবার সকাল ১০:১৫, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি

আজ মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২৫ , ৯:০৩ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাণিজ্য

বাংলাদেশ ব্যাংক ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করবে। বিকেল ৩টায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে জানুয়ারি-জুন ২০২৫ মেয়াদের জন্য এই নীতি প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। এছাড়া উপস্থিত থাকবেন ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান, গবেষণা বিভাগের নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও সহকারী মুখপাত্ররা।

তীব্র অর্থনৈতিক চাপে ঘোষিত হতে যাওয়া এ মুদ্রানীতিতে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিময় হারের স্থিতিশীলতা, রিজার্ভ সংরক্ষণ ও বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জানুয়ারিতে মূল্যস্ফীতি কিছুটা কমায় নীতি সুদহার না বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে বড় ধরনের স্বস্তি না এলেও ধারাবাহিক অবনতি প্রতিরোধ করা সম্ভব হয়েছে। বিশেষ করে অর্থপাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ঘরে স্থিতিশীল রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার (৭ ফেব্রুয়ারি) রিজার্ভ দাঁড়িয়েছে ২০.২০ বিলিয়ন ডলারে।