আজ শনিবার রাত ৩:২৭, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম গ্রেপ্তার

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২৫ , ৯:০৯ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. চয়ন ইসলামকে (৬১) গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরের শ্রীপুর থানা পুলিশ রবিবার রাত ১১টা ৫৫ মিনিটে উপজেলার মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

সূত্র জানিয়েছে, রবিবার রাতে শ্রীপুর থানা পুলিশ ওই এলাকার খাইরুল ইসলাম মিলনের বাড়ি থেকে মো. চয়ন ইসলামকে গ্রেপ্তার করে। তিনি ওই বাড়িতে প্রায় দুই মাস ধরে অবস্থান করছিলেন।

স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতা ও ছাত্রদলের নেতা কর্মীরা শ্রীপুরের ওই বাড়িতে চয়ন ইসলাম অবস্থান করছেন বলে তথ্য পেয়ে শ্রীপুর থানায় জানান। এর পর সেই বাড়িতে পুলিশ অভিযান চালায়। এ সময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র-জনতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পুলিশ তাকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার করে শ্রীপুর থানায় নিয়ে যায়।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চর নবীপুর গ্রামের মাযহারুল ইসলামের ছেলে মো. চয়ন ইসলাম সিরাজগঞ্জ -৬ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। গত বছরের নভেম্বর মাসে চয়ন ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে একটি চাঁদাবাজির মামলা হয়। তার বিরুদ্ধে আরও মামলা আছে।