আজ রবিবার সকাল ১০:২৮, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মামলাবাজ চাঁদাবাজ দখলদারের স্থান বিএনপিতে হবে না: তরুণ দে

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২৫ , ১০:২৫ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

মামলাবাজ, চাঁদাবাজ, দখলদারের স্থান জাতীয়তাবাদী দল বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের মহাসচিব এস এন তরুণ দে।

রবিবার রাত ৯ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের কুচনী গ্রামে ১৬ প্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম সংকীর্তনে এসে দীন ভক্তদের উদ্দেশে বক্তব্যে তিনি এ কথা বলেন।

তরুণ দে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আপনার ভোট আপনি দেবেন। যে জমি, বাড়ি দখল করবে তার স্থান জাতীয়তাবাদী দলে হবে না। আগামীর বাংলাদেশ হবে জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হিন্দু,মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সম্প্রীতির বাংলাদেশ হবে।’

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব নুরে আলম,যুবদল নেতা শাহিন মিয়া, পারভেজ আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি রাজ্জাক মিয়াসহ যুবদলের নেতৃবৃন্দ ও নোঁয়াগাও ইউনিয়ন ছাত্র, যুব এক্যপরিষদ সভাপতি প্রাণেশ দাস, হরিনাম সংকীর্তন কমিটির সভাপতি নিহার রঞ্জন দাস ও সাধারন সম্পাদক মনোরঞ্জন চৌধুরীসহ সংকীর্তনে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

 

রাজনীতি বিভাগের আরো খবর