আজ রবিবার রাত ১০:০৮, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনাম
◈ এই বাজার আমার নেতৃত্বে চলবে, রামদা হাতে যুবদল নেতা ◈ গণভবনে পাওয়া মেডিকেল রেকর্ডে হাসিনার শারীরিক অবস্থার যে গোপন তথ্য জানা গেল! ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা ওপরে রাখার অনুরোধ ◈ আহতদের দেখতে গিয়ে হাসিনা বলেছিলেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ ◈ বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ◈ এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি ◈ পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত! ◈ নুসরাতের জবানবন্দির ভিডিও ফাঁস, সাবেক ওসি মোয়াজ্জেমের মামলা প্রত্যাহারের আবেদন ◈ এবার ডেভিল হান্টে ধরা পড়লো চোর ও সাজাপ্রাপ্ত আসামি ◈ মানুষ খুন নিয়ে ধর্মে কী বলা আছে, সেই কাগজ পাওয়া গেছে হাসিনার রুমে!

মোবাইলের যেসব অ্যাপ চার্জ খরচ করে বেশি

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১০, ২০২৫ , ১০:৩৩ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : তথ্য ও প্রযুক্তি

মোবাইল ফোন রেখে ঘুমিয়েছেন, সকালে উঠে দেখলেন চার্জ যতটুকু রেখে গিয়েছিলেন তা কমে গেছে। এসময়ে ফোন ব্যবহার তো দূরে, ফোনের স্ক্রিনও অন করেননি। তাহলে কিভাবে এবং কেন চার্জ কমল?

সুইডেনের অনলাইন পত্রিকা নাইহেডার স্মার্টফোনে ব্যবহৃত জনপ্রিয় অ্যাপগুলোর কার্যক্রম পর্যালোচনা করে দিয়েছে ব্যাখা। সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা কয়েকটি অ্যাপের নামও প্রকাশ করেছে তারা।

ফোন ব্যবহার না করলেও অনেক সময় ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে চালু থাকে। এই অনুমতি দেন ব্যবহারকারীই। এর ফলে ব্যাটারি খরচ হতে থাকে। তবে বেশি চার্জ খরচ করা অ্যাপের মাঝে আছে দৈনন্দিন প্রায় সব গুরুত্বপূর্ণ অ্যাপ। চাইলেও তাই এসব বাদ রাখা যায় না।

নাইহেডার পত্রিকার মতে, ফোনে সবচেয়ে বেশি ব্যাটারি বেশি খরচ করা অ্যাপগুলো হলো—উবার, ফিটবিট, স্কাইপি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিন্ডার, বাম্বেল, স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপ।

উত্তরণের উপায়: ব্যাটারির চার্জ বেশি সময় ধরে রাখার জন্য ফোনের সেটিংস অপশন থেকে ব্যাটারির অ্যাডভান্সড সেটিংস পরিবর্তনের পাশাপাশি বেশি ব্যাটারি খরচ করা অ্যাপগুলোর ক্যামেরা, মাইক্রোফোন প্রভৃতির অ্যাকসেস বন্ধ রাখতে হবে। এতে ব্যাটারির চার্জ কম খরচ হবে।