আজ রবিবার বিকাল ৩:৪২, ২৭শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা সফর, ১৪৪৭ হিজরি
জুলাই অভ্যুত্থানের শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস পালন না করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানান তিনি।
উপদেষ্টা ফরিদা আখতার তার পোস্টে বলেছেন, “জুলাই-আগস্ট শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা রেখে এ বছর যেন কোনো ভ্যালেন্টাইন দিবসের ‘তামাশা’ না হয়।”
এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার সমালোচনায় সরব হয়েছেন।
ফেসবুক আইডিটি থেকে উপদেষ্টার বিভিন্ন কর্মকাণ্ডের নিয়মিত আপডেট দেওয়া হয়। তবে ওই ফেসবুক আইডিটি তিনি নিজে ব্যবহার করেন কি-না সেই বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।