আজ সোমবার দুপুর ২:২৩, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

ইসলামি আন্দোলন ৩০০ আসনে প্রার্থী দিতে সক্ষম : চরমোনাই পীর

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১২, ২০২৫ , ১১:০০ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমাদের দলকে ছোট মনে করলে হবে না। আল্লাহ আমাদের ৩০০ আসনে প্রার্থী দেওয়ার তৌফিক দিয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার করে অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করা, তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ সাত দফা দাবি আদায়ের লক্ষে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে চরমোনাই পীর বলেন, ৫৩ বছর যারা দেশ পরিচালনা করেছে, তারা বারবার আমাদের ধোঁকা দিয়েছে। আমাদের সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গিয়েছে। কিন্তু ক্ষমতার মসনদে বসে আর ইসলাম বা ইসলামি দলের কথা মনে রাখেনি। আমরা চাই আমাদেরকে আর কেউ ব্যবহার করে যাতে ইসলামকে ধ্বংস করতে করতে না পারে। ইসলামি আন্দোলনকে কখনোই তারা ব্যবহার করতে পারেনি, ভবিষ্যতেও পারবেনা।

সিরাজগঞ্জে এবার কমিটি পুনর্বহাল দাবি বৈষম্যবিরোধী একাংশেরসিরাজগঞ্জে এবার কমিটি পুনর্বহাল দাবি বৈষম্যবিরোধী একাংশের

সংসদের আগে অন্য কোনো নির্বাচন চায় না বিএনপিসংসদের আগে অন্য কোনো নির্বাচন চায় না বিএনপি
ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন বাচ্চু হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলনের পটুয়াখালী জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মুহাম্মদ রুহুল আমিন, সাবেক উপজেলা সভাপতি আমির হোসেন মোল্লা, উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবদুল হান্নান, ইসলামি যুব আন্দোলনের সভাপতি এম এ ইউসুফ আলী, ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন আরিয়ান প্রমুখ।