আজ রবিবার সন্ধ্যা ৭:০০, ১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে সফর, ১৪৪৭ হিজরি

পুঁজিবাজারে লেনদেন চলছে উত্থানের মধ্য দিয়ে

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৩, ২০২৫ , ১২:৪৯ অপরাহ্ণ
ক্যাটাগরি : বাণিজ্য

আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের প্রথম দু’ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। বাকি শরিয়াভিত্তিক ডিএসইএস ৩ এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ৪ পয়েন্ট।

লেনদেনের শুরুতেই দাম বেড়েছে ১৭৭ কোম্পানির, কমেছে ১৩৩ এবং অপরিবর্তিত আছে ৭৯ কোম্পানির শেয়ারের দাম।

লেনদেনের দু’ঘণ্টায় ডিএসইতে ১৭০ কোটি টাকার ওপরে শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনের শুরুতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২৮, পয়েন্ট।

লেনদেন হওয়া ১১০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭০, কমেছে ২২ এবং অপরিবর্তিত আছে ১৮ কোম্পানির শেয়ারের দাম। মোট শেয়ার এবং ইউনিটের লেনদেন ছাড়িয়েছে এক কোটি ১৫ লাখ টাকা।

সূত্র : ইউএনবি