আজ রবিবার বিকাল ৫:২১, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি

শিরোনাম
◈ এই বাজার আমার নেতৃত্বে চলবে, রামদা হাতে যুবদল নেতা ◈ গণভবনে পাওয়া মেডিকেল রেকর্ডে হাসিনার শারীরিক অবস্থার যে গোপন তথ্য জানা গেল! ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা ওপরে রাখার অনুরোধ ◈ আহতদের দেখতে গিয়ে হাসিনা বলেছিলেন ‘নো ট্রিটমেন্ট নো রিলিজ’ ◈ বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কেমন সম্পর্ক চায়: জয়শঙ্কর ◈ এবার বাধ্যতামূলক অবসরে ৪ ডিআইজি ◈ পাকিস্তানের পরিকল্পনায় বর্ডারে ফেঁসে যাচ্ছে ভারত! ◈ নুসরাতের জবানবন্দির ভিডিও ফাঁস, সাবেক ওসি মোয়াজ্জেমের মামলা প্রত্যাহারের আবেদন ◈ এবার ডেভিল হান্টে ধরা পড়লো চোর ও সাজাপ্রাপ্ত আসামি ◈ মানুষ খুন নিয়ে ধর্মে কী বলা আছে, সেই কাগজ পাওয়া গেছে হাসিনার রুমে!

কম্পিউটার প্রটোকল কাজ করে কিভাবে?

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৫ , ১২:০৪ অপরাহ্ণ
ক্যাটাগরি : তথ্য ও প্রযুক্তি

ল্যান কার্ড ও রাউটারের মাধ্যমে একাধিক কম্পিউটারে তৈরি হয় নেটওয়ার্ক। বিশ্বজুড়ে বিস্তৃত যে বিশাল কম্পিউটার নেটওয়ার্ক আছে তার নাম ইন্টরনেট। নেটওয়ার্কে যুক্ত একাধিক কম্পিউটার যাতে একে অন্যের সঙ্গে সুষ্ঠুভাবে তথ্য আদান-প্রদান করতে পারে, সে জন্য কিছু বাঁধাধরা নিয়ম আছে। এই নিয়মগুলোকেই একসঙ্গে বলা হয় প্রটোকল।

নেটওয়ার্কে যোগাযোগের জন্য মূল প্রটোকলের নাম ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল বা ইন্টারনেট প্রটোকল, সংক্ষেপে টিসিপি বা আইপি।

ভিন্ট সার্ফ ও বব কান নামে দুজন বিজ্ঞানী ১৯৭৩ সালে এ বিষয়ে গবেষণা শুরু করেন, যা ১৯৭৪ সালে শেষ হয়। ইন্টারনেটের পূর্বসূরি আর্পানেটের মাধ্যমে টিসিপি/আইপির বাণিজ্যিক ব্যবহার শুরু হয় ১৯৮৩ সালে। এরপর ১৯৯১ সালে এই প্রটোকল কাজে লাগিয়েই শুরু হয় ইন্টারনেটের যাত্রা।

কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোন ও অন্যান্য স্মার্ট ডিভাইস এই প্রটোকল মেনেই নেটওয়ার্কে যুক্ত হয়। ইন্টারনেটে নানাবিধ তথ্য জানার জন্য ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইট ব্রাউজিংয়ের জন্য ব্যবহৃত হয় হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল, সংক্ষেপে এইচটিটিপি।

ইউরোপের বিখ্যাত নিউক্লিয়ার ফিজিক্স গবেষণাকেন্দ্র ‘কনসিল ইউরোপিন পৌর লা রিশার্শ নুকলিয়ের (সিইআরএন)’ এর পদার্থবিদ ও কম্পিউটার বিজ্ঞানী টিম বার্নার্স লি প্রটোকলটি তৈরি করেন ১৯৮৯ সালে। এইচটিটিপি এর প্রথম সংস্করণের ব্যবহার শুরু হয় ১৯৯৭ সালে।

নিরাপত্তার স্বার্থে ওয়েবসাইট নির্মাতারা এইচটিটিপি-সিকিউর বা এইচটিটিপিএস ব্যবহার করছেন। সিকিউরিটি ছাড়া এইচটিটিপি প্রটোকল দিয়ে ওয়েবসাইট ব্রাউজ করলে ব্যবহারকারীরা ও সার্ভারের মধ্যে আদান-প্রদানকৃত তথ্য চাইলেই অন্য কেউ দেখতে পারে। এইচটিটিপিএস ব্যবহার করলে তথ্য থাকে নিরাপদ। এইচটিটিপিএস প্রটোকলের নিরাপত্তা প্রত্যয়নে ব্যবহৃত হয় বিশেষ সার্টিফিকেট। বিভিন্ন নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান এসব সার্টিফিকেট তৈরি করে থাকে।
এইচটিটিপি প্রটোকল ব্যবহারের জন্য কম্পিউটারে ওয়েব ব্রাউজার প্রয়োজন। জনপ্রিয় ওয়েব ব্রাউজারের মধ্যে আছে মজিল ফায়ারফক্স, গুগল ক্রোম, মাইক্রোসফট এজ ইত্যাদি। প্রতিনিয়ত হ্যাকাররা এ প্রটোকলের দুর্বলতা খোঁজার চেষ্টা করে। তাই সব সময় ব্রাউজার আপডেট রাখা জরুরি। নইলে ব্রাউজের সময় ব্যক্তিগত তথ্য খোয়া যাওয়ার আশঙ্কা থাকে।

কম্পিউটার ও নেটওয়ার্কে আরো অনেক ধরনের প্রটোকল ব্যবহৃত হয়। সব কয়টি প্রটোকল মিলেই আধুনিক নেটওয়ার্কিং ও ইন্টারনেট কাজ করে।