আজ সোমবার সকাল ৭:২৮, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
ছেলের বাজে আচরণে অতিষ্ঠ হয়ে আত্মীয়দের সহযোগিতায় তাকে খুনের পর পাঁচ টুকরো করার অভিযোগ উঠেছে ৫৭ বছর বয়সী এক মায়ের বিরুদ্ধে। পরে তার লাশ বস্তায় ভরে খালে ফেলে দিয়ে লাপাত্তা হন মা। ভারতের অন্ধ্রপ্রদেশের পারাকাসাম জেলায় এ ঘটনা ঘটে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) পুলিশ এ তথ্য জানায়।
জেলার পুলিশ সুপার এ আর দামোদর স্থানীয় গণমাধ্যমকে বলেন, কে লক্ষ্মী নামে ওই নারী তার ছেলে কে শ্যামাপ্রসাদকে খুন করেন। পেশায় পরিচ্ছনতাকর্মী ওই যুবক খুন হয়েছেন গত ১৩ ফেব্রুয়ারি। প্রসাদকে খুন করতে তার মা লক্ষ্মীকে সাহায্য করেছে তার আত্মীয়রা।
দামোদর জানিয়েছেন, ছেলের আচরণ আর সহ্য় করতে পারছিলেন না লক্ষ্মী। সম্প্রতি নিজের মামীকে ধর্ষণের চেষ্টা করেছিল প্রসাদ। এছাড়াও বেঙ্গালুরু, খান্নম ও হায়দরাবাদে একাধিক আত্মীয়ের সঙ্গে অশালীন আচরণ করেছিল সে।
পুলিশের দাবি, এ কারণেই ক্ষোভে একটি কুড়াল দিয়ে কুপিয়ে ছেলেকে খুন করেন লক্ষ্মী।
তার পর প্রসাদের দেহ ৫ টুকরো করেন। এরপর ৩টি বস্তায় সেগুলো ভরে তা ফেলে দিয়ে আসেন গ্রামের পাশের খালে। লক্ষ্মীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।