আজ বুধবার রাত ৯:২২, ২০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৭ হিজরি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বর্ধিত সভা আহ্বান করেছে। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে এই বর্ধিত সভা আয়োজন করা হবে। তবে সভার স্থান এখনো চূড়ান্ত হয়নি।
রোববার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন।
এই বর্ধিত সভা বাস্তবায়নে রুহুল কবির রিজভীকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ছয়টি উপকমিটিও গঠন করা হয়েছে।