আজ সোমবার সকাল ৮:০১, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৬, ২০২৫ , ১১:২১ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গত ৫৩ বছরে দেশের শাসনভার যারা গ্রহণ করেছেন, তাদের মধ্যে দুইজন নারী নেতা ছিলেন, যার মধ্যে একজন হলেন বেগম খালেদা জিয়া। তিনি অসামান্য সাহসিকতার পরিচয় দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন এবং ছাত্রসমাজের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক কমিটির নারী সেলের উদ্যোগে আয়োজিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘জুলাইয়ের নারীরা’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা আমাদের বুক-পিঠের ঘাম ঝরিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে এমন এক অবস্থানে নিয়ে যেতে চাই, যেখানে বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়িত হবে। অন্যদিকে, আমরা দেখেছি, শেখ হাসিনা কীভাবে দেশে দমন-পীড়ন চালিয়েছেন।”

তিনি আরও বলেন, গত ১৫ বছরে নারীদের ওপর নিপীড়ন, খুন, গুম ও ধর্ষণের মতো অমানবিক নির্যাতন হয়েছে। নারী নেতাদের কারাগারে পাঠানো হয়েছে, তাদের কণ্ঠরোধ করা হয়েছে। তবে জনগণের প্রতিরোধের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনাকে বিদায় জানানো সম্ভব হয়েছে।

তিনি বলেন, “দেশে এখনো ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান হয়নি। আমরা এখনো দেখছি, নারীরা ঘরে-বাইরে নিপীড়নের শিকার হচ্ছেন, তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয়নি। যখন নারীরা তাদের অধিকার আদায়ের জন্য কথা বলেন, তখন তাদের মব জাস্টিসের মুখোমুখি করা হয়। আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে এসবের তীব্র বিরোধিতা করছি।”

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সামনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। “আমরা বলছি, একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন, পাশাপাশি একটি নতুন সংবিধান দরকার। এই সংবিধানে নারীদের তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। আগামী স্থানীয় নির্বাচনে নারীদের ব্যাপকভাবে অংশগ্রহণ করতে হবে।”

তিনি বলেন, “আমরা শুধু নারীদের উপস্থিতি চাই না, আমরা চাই নারীরা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় থাকুক, গণপরিষদে থাকুক, সংসদে নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকুক।”

নারী সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটির নারী সেলের সম্পাদক সাদিয়া ফারজানা দিনা। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জুলাই অভ্যুত্থানের যোদ্ধা অর্পিতা শ্যামা দেব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম, জাতীয় নাগরিক কমিটির সদস্য হুমায়ারা নূর এবং জুলাই অভ্যুত্থানের যোদ্ধা আশরাফা খাতুন প্রমুখ।