আজ সোমবার রাত ২:১৬, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তার নাম, যশ ছড়িয়ে পড়েছে দেশ থেকে দেশের বাইরেও। যার ফলে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমাটাও তার নামের পাশে লিখেছেন। কিন্তু এই বিশ্বসেরা খেলোয়াড়ের শনি যেনো কিছুতেই কাটছে না। রাজনীতিতে যোগদানের পর থেকেই তা যেনো আরও বেশি দেখা যাচ্ছে।
এবার সাকিবের জন্য এলো আরেকটি দুঃসংবাদ। বিশ্বসেরা অলরাউন্ডারকে আসন্ন মৌসুমের জন্য লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে। কিন্তু সাকিব আল হাসান এই দলের হয়ে সবশেষ মৌসুমে চার ম্যাচ খেলে ব্যাট হাতে ৬০ রান করেন। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে একটি উইকেটও তুলে নিয়েছিলেন।
লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স শুধু সাকিব নন, ডেভিড মিলার, জেসন রায় ও অ্যাডাম জাম্পাদের মতো তারকা খেলোয়াড়দেরও দলে রাখেনি। নাইটরা মাত্র তিনজন বিদেশি ক্রিকেটারকে দলে জায়গা দিয়েছে। তারা হলেন- সুনীল নারিন, আন্দ্রে রাসেল ও স্পেনসার জনসন। বর্তমানে বোলিং অ্যাকশন পরীক্ষায় দুইবার ব্যর্থ হওয়ায় এক বছরের জন্য সব ধরনের খেলায় সাকিব বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ড্রাফট অনুষ্ঠিত হবে। এই ড্রাফটে সাকিবকে কোনো দল নেবে কি না, তা দেখার অপেক্ষায় রয়েছেন পুরো ক্রিকেটবিশ্ব।