আজ সোমবার দুপুর ১২:৫১, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার ভারতে আশ্রয়ের প্রশ্নে যে তালগোল পাকালো কলকাতা বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৭, ২০২৫ , ১২:০২ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পঞ্চম সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষায় একটি প্রশ্নের কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্রে ২০২৪ সালে একটি প্রতিবেশী দেশের কোনো রাষ্ট্রপ্রধান ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন—এমন একটি প্রসঙ্গ তুলে শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়।

যদিও প্রশ্নে সরাসরি বাংলাদেশ বা শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়নি, তবুও অনেকেই ধারণা করছেন, এটি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করেই করা হয়েছে। প্রশ্নপত্রে “রাজনৈতিক আশ্রয়” শব্দটি ব্যবহার নিয়ে সমালোচনা উঠেছে। স্থানীয় শিক্ষাবিদদের মতে, শেখ হাসিনাকে ভারতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এমন কোনো তথ্য নিশ্চিত নয়, ফলে এটি একটি “অমার্জনীয় ভুল”।

শিক্ষাবিদরা আরও বলছেন, শেখ হাসিনা বাংলাদেশে রাষ্ট্রপ্রধান ছিলেন না। তিনি ছিলেন সরকারপ্রধান। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্যদিকে, কলকাতার কিছু মহল মনে করছেন, শিক্ষার্থীদের সাম্প্রতিক রাজনৈতিক জ্ঞান যাচাই করতেই প্রশ্নটি করা হতে পারে। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলমান রাজনৈতিক অস্থিরতা সম্পর্কে শিক্ষার্থীরা কতটা জানেন, তা বোঝার চেষ্টা করা হয়েছে বলে তাদের মত।

 

রাজনীতি বিভাগের আরো খবর