আজ শনিবার সকাল ৮:৩১, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি
কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমান উল্টে গিয়ে দুর্ঘটনায় পড়েছে। ডেল্টা এয়ারলাইন্সের বিমানটি অবতরণের আগে হঠাৎ এই দুর্ঘটনায় পতিত হয়, এতে বিমানে থাকা ৮০ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।
সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং তাদের মধ্যে এক শিশু এবং দুই প্রাপ্তবয়স্কের অবস্থা সবচেয়ে সংকটপূর্ণ বলে জানা গেছে।
দুর্ঘটনাটি সোমবার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে ঘটেছে।
বিমানটি যখন অবতরণের চেষ্টা করছিল, তখন তীব্র শীতকালীন ঝড় এবং তুষারপাতের মধ্যে ছিল টরন্টো। এর ফলে বিমানটি অবতরণে বাধাপ্রাপ্ত হয়ে উল্টে যায়। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, বিমানটি অবতরণ করার সময় তীব্র বাতাস এবং প্রায় ২২ সেন্টিমিটার (৮.৬ ইঞ্চি) তুষারের স্তর তৈরি হয়েছিল, যা বিমান চালক ও অবতরণ সহায়ক সিস্টেমের জন্য চ্যালেঞ্জিং ছিল।
দুর্ঘটনার পরপরই জরুরি সেবা দল ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের উদ্ধার শুরু করে। বিমানবন্দর কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে জানায়, “জরুরি দল ঘটনাস্থলে উপস্থিত এবং যাত্রী ও ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে।”
অরঞ্জ এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি জানিয়েছে, গুরুতর আহত শিশুটিকে টরন্টোর সিককিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং দুজন গুরুতর আহত প্রাপ্তবয়স্ককে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কিছু যাত্রী হাসপাতালে ভর্তি আছেন, এবং তাদের চিকিৎসা চলছে। তবে পুরোপুরি আহতদের সংখ্যা এবং অবস্থা এখনো নিশ্চিত হয়নি।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট হয়নি, তবে টরন্টোতে অবতরণের সময়ে বায়ুচাপের পরিবর্তন এবং তুষারপাতের কারণে প্রাকৃতিক পরিবেশ বিমানের অবতরণের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি তৈরি করেছিল।