আজ শনিবার রাত ৩:৪২, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি

দুই বোনের চুক্তি, বেশিরভাগ টাকা খায় রেহানা : হাবিবুন নবী খান সোহেল

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৫ , ৯:৫২ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : বাংলাদেশ

হাবিবুন নবী খান সোহেল মন্তব্য করেন যে, দুই বোন চুক্তি করেছে, তুমি দেশ চালাবা, যা পারো খাবা কিন্তু বেশিরভাগ টাকা কিন্তু আমি খাব। রেহানা ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশের এমন কোন বড় বড় প্রজেক্ট নেই যে প্রজেক্ট রেহানার অনুমতি ছাড়া পাস হয়েছে।

ক্যাশ নিয়েছেন, প্রজেক্ট পাস করিয়েছেন। আমি ভাবতাম মুজিব পরিবারের সবাই চোর, টিউলিপকে ব্যাতিক্রম ভাবতাম। কিন্তু সেও একই রকম।

আমাদের রুপপূর পারমাণবিক কেন্দ্র খরছ ৮ বিলিয়ন মার্কিন ডলার, তা ১২ মিলিয়ন ডলার দেখিয়ে, উদ্ভোদন এর পূর্বেই ৪ বিলিয়ন ডলার ভাগ করে নিয়ে গেছে।

এখন ওই ফ্ল্যাটগুলোর আর হিসাব দিতে পারছে না এই হলো শেখ পরিবার এর অবস্থা।