আজ শনিবার রাত ৩:১৭, ২৪শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৬ হিজরি
অনলাইন অ্যাক্টিভিস্ট ও সমালোচক আসিফ সৈকত তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, র্যাব কর্মকর্তা আলেপের কোনো কণ্যা সন্তান আছে কিনা জানিনা! যদি থেকে থাকে, আলেপ তার কণ্যার কাছে আজীবণের জন্য পরাজিত হয়ে গেলো। তার মেয়েটা একদিন জানবে, তার বাবা কুল হেডে শ’খানেক মানুষকে গুলি করে এবং শ্বাসরোধ সহ বিকৃত উপায়ে হত্যা করেছে।
তার বাবা ইয়াবা আসক্ত হয়ে একজন নিরপরাধ বন্দির স্ত্রীকে শবে কদরের দিন রোজা ভাঙ্গিয়ে কয়েকদফা ধর্ষণ করেছে। অত্যাচরিত নারী মেন্টাল ট্রমা সইতে না পেরে মানসিক ভরসাম্য হারিয়ে মাত্র ৩৪ বছর বয়েসে মৃত্যুবরণ করেছে। আলেপের কণ্যা বড় হয়ে নিজেকে কি দিয়ে শান্তনা দেবে আমি জানিনা।