আজ বুধবার দুপুর ২:৫৩, ৩০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই সফর, ১৪৪৭ হিজরি

রাষ্ট্রপতি হবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী তারেক রহমান : লালু

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৫ , ১০:১৭ পূর্বাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, “আল্লাহ যদি চান এবং দেশের মানুষ যদি আমাদের ওপর আস্থা রাখেন তাহলে আগামী দিনে দেশের রাষ্ট্রপতি হবেন দেশমাতা বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী হবেন এ যুগের শ্রেষ্ঠ সন্তান তারেক রহমান। ইনশাআল্লাহ।”

তিনি এসব কথা বলেন সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে বিএনপি আয়োজিত একটি জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে।

লালু আরও বলেন, “আগামী নির্বাচনে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। এ জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আমাদের প্রিয় নেতা প্রতিদিন যে বক্তব্যগুলো রাখছেন তার বক্তব্যগুলো অনুসরণ করে আমাদেরকে থাকতে হবে। মানুষের আস্থা অর্জন করতে হবে।”

সভাটি সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা, এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার।

 

রাজনীতি বিভাগের আরো খবর