আজ রবিবার বিকাল ৫:২৬, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোর থেকে নানা কারণে আলোচিত-সমালোচিত আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্টও দিয়েছেন।
একদিনেই ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকেএকদিনেই ট্রাইব্যুনালে হাজির করা হলো সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে
এমন গুজবের মধ্যে আজ মঙ্গলবার বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন আইনজীবী জেড আই খান পান্না।
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালেরশেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালের
তিনি আসামিপক্ষে ট্রাইব্যুনালে শুনানি করেন। শুনানিকালে তাকে প্রশ্ন করা হলে জানান, তিনি ভালো আছেন। মৃত্যুর আগ পর্যন্ত ভালো থাকবেন।
এর আগে, আজ সকালে জেড আই খান পান্নার ছবি ফেসবুকে পোস্ট দিয়ে তার ক্যাপশনে লেখা হয়েছে, শোক সংবাদ, আইনজীবী জেড আই খান পান্না আমাদের মাঝে আর নেই।
প্রকাশ্যে দম্পতিকে কুপিয়ে পালানোর সময় আটক ২ যুবকপ্রকাশ্যে দম্পতিকে কুপিয়ে পালানোর সময় আটক ২ যুবক
তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। আজ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
তথ্যের সত্যতা যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের প্রতিবেদনে জানিয়েছে, আইনজীবী জেড আই খান পান্নার মৃত্যুর তথ্যটি সঠিক নয়। এ আইনজীবী সুস্থ আছেন এবং মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টেও উপস্থিত হয়েছেন।