আজ সোমবার ভোর ৫:২৯, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি

ধৈর্যের পরীক্ষা নেবেন না, চোখ রাঙাবেন না: জামায়াতের আমির

নিউজ ডেস্ক |দুরন্ত নিউজ .কম
আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২৫ , ৯:০৩ অপরাহ্ণ
ক্যাটাগরি : রাজনীতি

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, জামায়াত কোনো অপশক্তির কাছে মাথা নত করেনি এবং ভবিষ্যতেও করবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “মেহেরবানি করে চোখ রাঙাবেন না।”

আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জামায়াত এই কর্মসূচির মাধ্যমে এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে রাজপথে নামে।

বিক্ষোভ সমাবেশ ও দাবি
পূর্বনির্ধারিত এই সমাবেশ বিকেল চারটায় শুরু হওয়ার কথা থাকলেও, বেলা সাড়ে তিনটার দিকে পিকআপ ভ্যান একত্র করে সেখানে মঞ্চ তৈরি করা হয়। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী এতে যোগ দেন।

জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, “আমরা ভাবিনি আজহারুল ইসলামের মুক্তির জন্য রাজপথে নামতে হবে। কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করেছে।” তিনি আরও বলেন, “সরকারের শুভবুদ্ধির উদয় হবে বলে আমরা আশাবাদী, তবে মুক্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

জামায়াতের অবস্থান
তিনি আরও বলেন, “আমরা ভদ্র, কিন্তু বোকা নই। কেউ যেন আমাদের ভদ্রতাকে দুর্বলতা মনে না করে। জামায়াতের নেতারা ফাঁসির কাষ্ঠে যাওয়ার আগেও আপস করেননি, এখনো করবেন না।”

জামায়াতের নিবন্ধন প্রশ্নে শফিকুর রহমান বলেন, “জালিমরা আমাদের নিবন্ধন আটকে রেখেছে। সব বৈষম্যের কবর না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”

নেতাদের বক্তব্য
সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা নিজেদের মামলা থেকে মুক্তি নিয়েছেন। অথচ ১৪ বছর ধরে অন্যায়ভাবে কারাবন্দি এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া হচ্ছে না।”

ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “১৯০ দিন পর আমরা রাজপথে নেমেছি। এমনটা আশা করিনি। কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

বিক্ষোভ মিছিলের সমাপ্তি
সমাবেশ শেষে জামায়াতের নেতা-কর্মীরা পুরানা পল্টন থেকে মিছিল নিয়ে প্রেসক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ মোড়ে এসে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।