আজ রবিবার রাত ১:৩৫, ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৬ হিজরি
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, স্থানীয় সরকার কাঠামো ভেঙে পরেছে। চেয়ারম্যান, কাউন্সিলর, পৌর মেয়র, সিটি মেয়র কোনটাই নাই। প্রশাসক বা ভারপ্রাপ্ত কর্মকর্তারা শুধু রুটিন ওয়ার্ক করতে পারে।
এর চেয়ে বেশি কোন কিছু করার সুযোগ তাদের নেই। স্থানীয় সরকার নির্বাচন দ্রুত না হওয়ায় প্রশাসকরা স্বৈরাচারী হয়ে উঠছে। জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে; এই বিতর্ক সামনে এনে যারা ফায়দা হাসিল করতে চায় তার প্রতিক্রিয়া তিনি আজ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দুর্নীতির সূতিকাগার হলো স্থানীয় সরকার ব্যবস্থা। আর স্থানীয় সরকার কাঠামো দুর্বল হলে তো দুর্নীতির মহা আখড়ায় পরিণত হবে। লোকাল গভর্নমেন্টকে দুর্নীতি ও অনৈতিক প্রভাবমুক্ত রাখতে হলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করতে হবে।
কারণ স্থানীয় নির্বাচনের পূর্বে যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে নির্বাচিত সংসদ সদস্য তার অনুগতদের দিয়ে একটি নিজস্ব বলয় বা সেটাপ তৈরী করবেন। যাদেরকে দিয়ে পুরো পাঁচ বছর চাল, ডাল, তেল, গম, টিন চুরি করাবেন। কাজ না করে টিআর, কাবিখার বরাদ্দ উত্তোলন করবেন। এই সিস্টেমটাকে যদি এখনই সংস্কার করা না হয়, তাহলে আগামী প্রজন্ম পূর্ববর্তী রাজনীতিবিদ এবং অন্তর্বর্তীকালীন সরকারকেই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।